Khoborerchokh logo

কবিতার: ঠিকানা বদল 2712 0

Khoborerchokh logo

ছবি,তনিমা জাহান:কবি ও সাহ্যিতিক

ঠিকানা বদল 
তনিমা জাহান,কবি ও সাহ্যিতিক 
ঠিকানা বদল হয়েছে তার,
ভয়াবহ করুণ অবস্থা তাই ইনবক্সটার!
আমি নাকি সাহিত্য বুঝতাম, 
তাই রোজ সকালে তার কবিতার বৃষ্টিতে ভিজতাম!
আজও তেমনি সাহিত্য বুঝি, 
তবে আজকাল তার কবিতার ভাষা বড্ড বেশী দুর্বোধ্য নাকি!
তাই ঠিকানা বদল করতে হলো,
তার আর কি দোষ বলো?
ইনবক্সটা হাতড়ে যখন চোখে আসে জল
বুঝি তখন ইনবক্সটাও ভাসছে অবিরল!
স্বান্তনার ভাষা কি, নেই আমার জানা,
ঠিক বুঝেছি হৃদয় আমার হয়েছে আধখানা! 
ইনবক্সটা চুপি চুপি শুধায় আমারে,
আবার যদি সে কখনো ঠিকানা বদল করে?
তখন আবার আমরা দু'জন,
 হাসবো নাকি আগের মতন?
ভাসবো নাকি ছন্দে তালে?
গাইবো কি গান বেখেয়ালে? 
আমি তখন চুপটি করে খামচে ধরি হৃদয়, 
কেমন করে বলি তাকে আর হবেনা ভোরের উদয়!
ঠিকানা তার হয়েছে বদল,
বদলে গেছে আয়না আদল!
ব্যস্ততা আজ বেড়েছে তার, 
অবসর মেলা হয়েছে ভার!
নতুন ঠিকানায় নতুন ছলে নতুন আয়োজন!  
সে যে এখন অন্য কারো উষ্ণ আলিঙ্গন


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com